Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

"বিসমিল্লাহির রহমানির রহিম"

"পড়, তোমার প্রভুর নামে"       

  প্রশিক্ষন                  প্রয়োগ                      সাফল্য

"শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ"

 শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও।

পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষনের বিকল্প নাই।

 

উপজেলা রিসোর্স সেন্টার(ইউআরসি)

লক্ষ্যঃ ধারাবাহিক প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষকদের চাকুরীকালীন পেশাগত দক্ষতার উন্নয়ন।

কার্যাবলীঃ

  1. শিক্ষকদের স্বল্পকালীন প্রশিক্ষণ চাহিদা নিরুপণ করা।
  2. প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন,তৈরী,ব্যবহার ও সংরক্ষণ করা।
  3. প্রশিক্ষণ পরিকল্পণা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
  4. শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে সহায়তা করা।
  5. শ্রেণী কক্ষে সি-ইন-এড প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন, পরিবীক্ষণ মূল্যায়ন করা।
  6. বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  7. চাহিদাভিত্তিক সাব-ক্লাষ্টার প্রশিক্ষণের লিফলেট তৈরী,প্রশিক্ষকদের সরবরাহ ও প্রশিক্ষণ পর্যবেক্ষণ করা।
  8. ইউআরসিতে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শ্রেণীকক্ষে বাস্তবায়ন, পরিবীক্ষণ,এবং অনুস্মারক(Follow-up)/ সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করা ।
  9. বিভিন্ন বিষয়ের উপর পাঠ সংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরণ, উপকরণ সংগ্রহ,তৈরী ,ব্যবহার ও সংরক্ষণের উপর কর্মশালা / প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  10. উপজেলা পর্যায়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও অন্যান্য তথ্য(অনলাইনসহ) সংবলিত ডাটাবেজ তৈরী ও সংরক্ষণ করা।
  11. বিদ্যালয় ব্যবস্থাপনায় ও শ্রেণী ব্যবস্থাপনায় শিক্ষকযোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা।
  12. Action Research/Longitudinal Study সম্পন্ন করা।
  13. ইউআরসিতে ব্যবহৃত বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী ও বিষয়ভিত্তিক  পাঠ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণের উপর শিক্ষাবর্ষের শুরুতে(জানুয়ারী) প্রদর্শনীর আয়োজন করা।

“তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-৩)” এর আওতায় ২০১২-১৩ অর্থ বছর হইতে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ইউআরসিতে সম্পাদিত  প্রশিক্ষণ সমূহঃ

ক্রমিক নং

প্রশিক্ষণের নাম

প্রশিক্ষণের মেয়াদ(দিন)

প্রশিক্ষণার্থীর ধরণ

প্রশিক্ষণার্থীর সংখ্যা

০১

বিষয়ভিত্তিক

প্রধান ও সহঃশিক্ষক

১৭৯৫

০২

প্রাক-প্রাথমিক শিক্ষা

১৫

প্রাক-প্রাথমিক শিক্ষক

২৪১

০৩

লিডারশীপ

২১

প্রধান শিক্ষক

২১৬

০৪

একাডেমিক সুপারভিশন

প্রধান শিক্ষক

১০০

০৫

শিক্ষাক্রম বিস্তরণ

১০

প্রধান শিক্ষক

১২০

০৬

ইনডাকশন

নবনিযুক্ত শিক্ষক

৫০

০৭

পাঠ সমীক্ষা

প্রধান ও সহঃশিক্ষক

১২০

০৮

চাহিদাভিত্তিক সাব-ক্লাষ্টার অরিয়েন্টেশন

প্রধান শিক্ষক

২৩৮

০৯

মার্কার

প্রধান ও সহঃশিক্ষক

৬৯০

১৭৯৫ জন প্রাথমিক শিক্ষককে “তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-৩)” এর আওতায় বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক  প্রশিক্ষণ প্রদান করা হয়েছেঃ

ক্রমিক নং

বিষয়

শিক্ষক সংখ্যা

০১

বাংলা

১০০

০২

ইংরেজী

৩৫০

০৩

গণিত

৬২৫

০৪

প্রাথমিক বিজ্ঞান

১০০

০৫

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

১০০

০৬

শারীরিক শিক্ষা

২৫০

০৭

চারু ও কারুকলা

২১০

০৮

সংগীত

৬০