প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাংলাদেশের প্রতিটি উপজেলা/থানায় উপজেলা/থানা রিসোর্স সেন্টার রয়েছে। উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে সংক্ষেপে ইউআরসি/টিআরসি বলা হয়। বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (ডালিয়া রোড, মন্থেরডাঙ্গা) উপজেলা রিসোর্স সেন্টার, জলঢাকা অবস্থিত। উপজেলা রিসোর্স সেন্টার উপজেলা প্রশাসনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় একটি নতুন অবকাঠামোগত সংযোজন যা প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের একাডেমিক ও কারীগরি সহযোগিতা প্রদান করে থাকে। ইউআরসি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ধরণের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দিয়ে থাকে যা প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। উপজেলার সকল শিক্ষকের প্রফাইলসহ(অনলাইন) উপজেলার বিভিন্ন তথ্য তৈরী ও সংরক্ষণ করে থাকে। চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষনের লিফলেট তৈরী, প্রশিক্ষকদের মধ্যে বিতরন এবং প্রশিক্ষন পর্যবেক্ষণ ্করে থাকে। বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদান পর্যবেক্ষন ও ফিডব্যাক প্রদান এবং মেন্টরিং করে থাকে। ধারাবাহিক প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষকদের চাকুরীকালীন পেশাগত দক্ষতার উন্নয় করে থাকে। মূলত যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও দৈনন্দিন শিখন-শেখানো কার্যক্রমের উৎকর্ষসাধনই ইউআরসির মূল লক্ষ্য । উপজেলা রিসোর্স সেন্টারে ১ জন ইন্সট্রাক্টর প্রথম শ্রেণীর গেজেটেড(নন-ক্যাডার) কর্মকর্তা, ১ জন সহকারী ইন্সট্রাক্টর ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, ১ জন ডাটা-এন্ট্রি-অপারেটর ও ১ জন নিরাপত্তা প্রহরী রয়েছেন। উপজেলা রিসোর্স সেন্টারের একাডেমিক ও প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইন্সট্রাক্টর। বর্তমান উপজেলা রিসোর্স সেন্টার, জলঢাকায় ১ জন ইন্সট্রাক্টর ও ১ জন নিরাপত্তা প্রহরী কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষকদের জন্য বেসিক-ইন-সার্ভিস, বিষয়ভিত্তিক(বাংলা, ইংরেজী, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা, সঙ্গীত), উপকরণ উন্নয়ন, প্রাক-প্রাথমিক শিক্ষা, সুস্বাস্থে সুশিক্ষা, ইনডাকশন, পাঠ সমীক্ষা, মার্কার, শিখবে প্রতিটি শিশু বিষয়ক প্রশিক্ষণ , প্রধান শিক্ষকদের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন, একিভূত শিক্ষা, লিডারশীপ এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস